thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রাজধানীতে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী আটক

২০১৮ এপ্রিল ২৬ ১১:১৭:০৬
রাজধানীতে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ওয়ারী থেকে এইচএসসি পরীক্ষার কথিত প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ওই তরুণকে ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের একটি বাড়ি থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ এর একটি দল।

আটক হওয়া তরুণের নাম হায়দার আলী (২১)। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

র‍্যাব-১০-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এইচএসসির কথিত প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখাতেন হায়দার। তিনি নিজেই পেজটির অ্যাডমিন। এভাবে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করার বিনিময়ে বিকাশ ও রকেটের মাধ্যমে অর্থ নিতেন তিনি। হায়দারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর