thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও

২০১৮ এপ্রিল ২৭ ১১:৩৬:৩৪
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও

দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ প্রধান মাইক পম্পিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট।

সিনেটে বৃহস্পতিবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। তিনি রেক্স টিলারসনের স্থলাভিষিক্ত হলেন। টিলারসনকে মাত্র এক বছর আগেই এই পদে নিয়োগ দেয়া হয়েছিল। পরে তাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বিবিসি, আল-জাজিরা।

টিলারসনকে বরখাস্তের পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী দিয়ে চলছিল ট্রাম্প প্রশাসন। রীতি অনুযায়ী পম্পিওর নিয়োগ চূড়ান্ত করতে সিনেটে বৃহস্পতিবার ভোটাভুটি হয়। মার্কিন সিনেটের ভোটাভুটিতে পম্পিও ৪২ জন সিনেটরের সমর্থন পান। ডেমোক্র্যাটরা তার বিরোধিতা করলেও ৫৭-৪২ ভোটে জয় পান রিপাবলিকানরা।

উত্তর কোরিয়া ও ইরান ইস্যুতে মাইক পম্পিও বেশি কট্টর। ফলে তার নিয়োগে হোয়াইট হাউজের সঙ্গে পররাষ্ট্র দপ্তরের মতপার্থক্য কমবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।

সিনেট প্যানেলে যদি পম্পিও অনুমোদন না পেতেন তাহলে বিব্রতকর অবস্থায় পড়তেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেট প্যানেলের অনুমোদন ট্রাম্পকে বিব্রতকর অবস্থায় পড়া থেকে রক্ষা করেছে।

চলতি বছরের মার্চ মাসে ট্রাম্প টিলারসনকে বরখাস্ত করেন। আর টিলারসনই সবচেয়ে কম সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকলেন। সাম্প্রতিক সময়ে ইরান এবং উত্তর কোরিয়াসহ বেশকিছু ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতদ্বৈধতা ছিল টিলারসনের।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর