thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ময়মনসিংহে দুই যুবকের লাশ উদ্ধার

২০১৮ এপ্রিল ২৮ ০১:০৮:০২
ময়মনসিংহে দুই যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি : মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড় ও রেলব্রীজের নিচ থেকে পৃথক দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে বলে কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় থেকে নেত্রকোণাগামী রুবি এক্সক্লুসিভ পরিবহনের যাত্রী সেলিম মিয়া (৩৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বঙ্গবাজার গ্রামের জিগৎ আলীর ছেলে। ওই পরিবহনে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাসটি ঢাকা থেকে ময়মনসিংহ ব্রীজ মোড় পৌঁছলে সব যাত্রী বাস থেকে নেমে গেলেও সেলিম সিটে ঘুমিয়ে ছিল। বিষয়টি সন্দেহ জনক হওয়ায় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

অপরদিকে নগরীর মরাখলা রেল ব্রীজের নিচ থেকে অজ্ঞাত (৩২) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুর সোয়া ১টার দিকে রেলব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে ধারনা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে গিয়ে যুবকটির মৃত্যু হয়ে থাকতে পারে।

(দ্য রিপোর্ট , টিআইএম/২৭ এপ্রিল,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর