thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

এবার ফ্লাইওভারে বাসচাপায় যুবকের পা বিচ্ছিন্ন

২০১৮ এপ্রিল ২৮ ১৭:৩৫:৪৪
এবার ফ্লাইওভারে বাসচাপায় যুবকের পা বিচ্ছিন্ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই যুবককে চাপা দেয়ার পর গ্রিনলাইন পরিবহনের বাসটি ও তার চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালেএ দুর্ঘটনা ঘটে।

আহত যুবক মো. রাসেল (২৫) প্রাইভেটকার চালক। দুর্ঘটনার পর পরই পথচারীরা তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানায়, মো. রাসেল (২৫) নামে ওই যুবক একটি প্রাইভেটকার চালাচ্ছিলেন। তার গাড়িতে বাসটি ধাক্কা দিলে তার প্রতিবাদ জানাতে বাসটি থামাতে চেয়েছিলেন। কিন্তু বাসটি তার উপর দিয়েই চালিয়ে দেয়। তবে বাসটিকে ধাওয়া করে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আটক করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, ‘দুপুরে হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাসচাপায় তার বাম পা কাটা পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে।’

বাচ্চু মিয়া আরও বলেন, ‘কদমতলী এলাকায় ফ্লাইওভারের ঢালে গ্রিনলাইন পরিবহন তার (রাসেল) প্রাইভেটকারকে ধাক্কা দেয়। তখন সে কার থামিয়ে বাসটিকে থামাতে যায়। বাস না থামিয়ে প্রথমে রাসেলকে ধাক্কা দেয়, পরে তার বাম পায়ের উপর চাপা দিয়ে চলে যায়। রাসেলকে ঢাকা মেডিকেল থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর