thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

মারামারির ঘটনায় তাবলিগের ৬ মুরুব্বি নিষিদ্ধ

২০১৮ এপ্রিল ২৮ ১৭:৫৪:৪৩
মারামারির ঘটনায় তাবলিগের ৬ মুরুব্বি নিষিদ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ছয় মুরব্বির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া তাবলিগ কর্তৃপক্ষ।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাবলিগ জামাতের সদস্য ওয়াসিফুল ইসলাম ও শুরা সদস্য মাওলানা জুবায়ের কাকরাইলের বাইরে থাকবেন।

এছাড়া আবদুল্লাহ মনছুর, ড. এরতেজা হাসান, ইঞ্জিনিয়ার মাহফুজ ও ড. আজগরের কাকরাইলে যাওয়া-আসা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন, মসজিদের পরিবেশ রক্ষায় ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কাকরাইল মসজিদ থেকে বহিরাগতদের বের করে দেয়া হয়েছিল।

তিনি জানান, বাইরের কেউ নামাজ ব্যতীত কাকরাইল মসজিদে অবস্থান করতে পারবেন না। আর উল্লেখিত ছয় ব্যক্তির ওই মসজিদে যাওয়া-আসা সাময়িক সময়ের নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে সকালে কাকরাইল মসজিদে মাওলানা সা’দের পক্ষ এবং তার বিরোধী পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরবর্তীতে পুলিশ এসে দুই পক্ষকে শান্ত করে মসজিদ থেকে বের করে দেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর