thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

উত্তরা থেকে সাড়ে ১৩ কেজি স্বর্ণসহ আটক দুই

২০১৮ এপ্রিল ২৮ ২০:৪৪:০৮
উত্তরা থেকে সাড়ে ১৩ কেজি স্বর্ণসহ আটক দুই

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে ১৩ কেজি ওজনের শতাধিক স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে র‌্যাব।

উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১২ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে শনিবার বিকেলে এই অভিযান চালানো হয় বলে র‌্যাবের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক রেজা জানিয়েছেন। আটকরা হলেন- মাহবুব হোসেন (৪২) ও জাকির। এদের মধ্যে মাহবুব ওই ফ্ল্যাটের মালিক।

ইশতিয়াক রেজা বলেন, সিঙ্গাপুর থেকে সাড়ে ১৩ কেজি ওজনের ১৩৫টি স্বর্ণের বার দুপুরে ঢাকায় আনা হয়।

ওই চালান মাহবুবের বাসায় ঢুকেছে বলে খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালানো হয়। স্বর্ণের বারগুলো উদ্ধারের পর তার অনুকূলে কাগজ দেখাতে পারেনি তারা।

জাকির সিঙ্গাপুর থেকে এসব সোনার বার নিয়ে আসে জানিয়ে এই র‌্যাব কর্মকর্তা বলেন, মাহবুব এবার প্রথম আটক হলেও তিনি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। জাকির বলেছেন, তিনি প্রায় দুই বছর ধরে মাহবুবের স্বর্ণের চালান আনা নেওয়া করেন।

এসব স্বর্ণ স্থানীয় বাজারে বিক্রি করে থাকে বা কারো চাহিদা থাকলে তা এনে দেয় বলে মাহবুব জানিয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর