thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

রোহিঙ্গা পরিস্থিতি: কক্সবাজারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

২০১৮ এপ্রিল ২৮ ২১:০২:৩৬
রোহিঙ্গা পরিস্থিতি: কক্সবাজারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমার সেনাদের নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছেছে।

দলটি শনিবার বিকেল সাড়ে ৪টায় কুয়েত থেকে সরাসরি বিমানযোগে কক্সবাজার পৌঁছান বলে জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান।

জেলা প্রশাসক জানান, নিরাপত্তা পরিষদের ১৫ জনসহ ৪০ সদস্যের প্রতিনিধি দলটি এখন উখিয়ার ইনানীর হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছে।

সন্ধ্যার পর যেকোনো সময় ‘রোহিঙ্গা সংকট ও পরিস্থিতি’ নিয়ে প্রতিনিধি দলটির কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফিং করার কথা রয়েছে বলে কক্সবাজার জেলা প্রশাসক কামাল জানান।

তিনি জানান, প্রতিনিধি দলটি রবিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কোনারপাড়ায় সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। পরিদর্শন শেষে উখিয়া কুতুপালং ক্যাম্পে তারা সাংবাদিকদের ব্রিফিং করবেন।

রোহিঙ্গা সংকটের পর এই প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছে।

দলটির সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার হয়ে রবিবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানান জেলা প্রশাসক।

মিয়ানমারের সেনাবাহিনী ও তাদের সহযোগীদের নির্যাতনের মুখে ২০১৭ সালের অগাস্ট থেকে সেদেশের রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত অন্তত সাতলাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর