thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জম্মু-কাশ্মীর

২০১৮ এপ্রিল ২৯ ১০:৩৩:২৫
৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জম্মু-কাশ্মীর

দ্য রিপোর্ট ডেস্ক : জম্মু ও কাশ্মীরে ৫ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার রাতে ওই ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ওই কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পটি রাত পৌনে নয়টার দিকে রাজ্যটি বেশ কয়েকটি জায়গায় অনুভূত হয়। তিনি জানাচ্ছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায়।

উল্লেখ্য, কাশ্মীর উপত্যকা বিশ্বের অন্যতম একটি ভূমিকম্প প্রবণ এলাকা। অতীতে কাশ্মীর উপত্যকায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে।

সবশেষ ২০১৭ সালেও জম্মু ও কাশ্মীরে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ২০০৫ সালের ৮ অক্টোবর ৭ দশমিক ৬ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৪০ হাজারের বেশি মানুষ মারা যান।


(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর