thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

জাবিতে যৌন হয়রানির অভিযোগে আটক ২

২০১৮ এপ্রিল ২৯ ২০:৩৮:৩০
জাবিতে যৌন হয়রানির অভিযোগে আটক ২

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- শাওন (২৫) ও সুমি (৩৬)। রবিবার বেলা ১২টার দিকে শ্যামলী স্কয়ার সংলগ্ন ফুটওভার ব্রিজের পাশের ফুটপাতে এ ঘটনা ঘটে। জাবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা থানার ডিউটি অফিসার ফজলুল হক।

এদিকে, ভোক্তভোগী ছাত্রী বলেন, ‘আমি শ্যামলীতে ভিসা-সংক্রান্ত কাজ শেষ করে ফুটপাত ধরে যাচ্ছিলাম। এ সময় শাওন শিস বাজাতে বাজাতে আমার দিকে এসে অশ্লীষ ইঙ্গিত করে। তার এমন আচরণের কারণ জানতে চাইলে, সে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় আমার সঙ্গে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। সে এ ঘটনা দেখতে দৌড়ে সামনে আসে।’

তবে এ সময় ঘ্টনাস্থলে অনেক লোক থাকলেও কেউ এগিয়ে আসেনি অভিযোগ করে এই ছাত্রী বলেন, ‘আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার একপর্যায়ে সুমি নামের একজন নারীও এসে শাওনের সঙ্গে যোগ দেয়।এ সময় ওই নারীও আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় আশেপাশে অনেক লোক ছিল। কিন্তু আমাদের রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি।’

এই শিক্ষার্থী আরও বলেন, ‘একপর্যায়ে ঘটনাস্থল থেকে ছাড়া পেয়ে আমরা ব্রিজ পার হয়ে অন্যপাশে চলে যাই। এরপর থানায় খবর দিলে শেরে বাংলানগর থানা পুলিশ শাওন ও সুমিকে আটক করে। এ ঘটনায় এই দুইজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। অভিযুক্তদের দুই জনকে আটক করা হয়েছে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস বলেন, ‘থানায় ভোক্তভোগীরা আছেন। অভিযোগ নেওয়া হচ্ছে।’

থানায় অভিযোগ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা থানার ডিউটি অফিসার ফজলুল হক। তিনি বলেন, ‘আমরা অভিযোগ গ্রহণ করেছি। আসামি দুজন আটক আছে। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রির ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর