thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কাবুলে বোমা বিস্ফোরণে সাংবাদিকসহ নিহত ২৯

২০১৮ এপ্রিল ৩০ ১৬:৫৭:২২
কাবুলে বোমা বিস্ফোরণে সাংবাদিকসহ নিহত ২৯

দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।

আফগানিস্তানের সাংবাদিকদের নিরাপত্তা কমিটির পরিচালক নাজিব শারিফী জানান, নিহতদের মধ্যে এক নারীসহ আটজন সাংবাদিক রয়েছেন।

সিএনএন জানিয়েছে, বিস্ফোরণ দুটিতে আরো অন্তত ৪৫ জন আহত হয়েছেন। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে কাবুলে দুটি বোমার বিস্ফোরণ হয়। প্রথম বোমাটি সকাল ৮টার দিকে শহরের শাসদারাক এলাকায় বিস্ফোরিত হয়। এই এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ আফগানিস্তানের সরকারি ভবনগুলো অবস্থিত।

বিস্ফোরণের পর সাংবাদিকরা সেখানে ছুটে গেলে দ্বিতীয় বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় কর্তব্যরত আট সাংবাদিক নিহত হন।

পুলিশের মুখপাত্র কাবুল হাশমাত স্তানিকজাই বলেন, ‘প্রথম বিস্ফোরণের পরই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়, যাতে সাংবাদিকদের লক্ষ্য করা হয়।’

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর