thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ মার্চ 25, ২৩ ফাল্গুন ১৪৩১,  ৭ রমজান 1446

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটানয় পিকআপভ্যানের চালক নিহত

২০১৮ মে ০১ ১৩:১৭:৪৬
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটানয় পিকআপভ্যানের চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাওন মিয়া (২৫) নামে এক পিকআপভ্যানের চালক নিহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় চালকের সহকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শাওন মিয়ায় বাড়ি গাজীপুরের কাশেমপুর এলাকায়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আছিমতলা এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরগামী পিকআপভ্যানের (ঢাকা মেট্রো-ন-৮৪৯০) সঙ্গে উত্তরাঞ্চলগামী পাবনা এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ব-১৪-৬৪৬৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক শাওন মিয়া মারা যান। চালকের সহকারী মামুন মিয়াকে (৪০) গুরুতর আহত অবস্থায় মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফজলুর রহমান জানান, নিহত চালকের লাশ কুমুদিনী হাসপাতালের মর্গে রয়েছে। তাঁর পরিবারের সদস্যদের কাছে গাজীপুরের পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন। তাঁদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর