thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তির আগে তফসিল কেউ মানবে না'

২০১৮ মে ০২ ১৯:০৫:৪৬
‘নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তির আগে তফসিল কেউ মানবে না'

দ্য রিপোর্ট প্রতিবেদক:‘নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তির আগে একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা কোনো রাজনৈতিক দলই মেনে নেবে না বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী অক্টোবরে একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, একজন নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ বুধবার দুপুরে বিএনপির মহাসচিব এ কথা বলেন।

সকাল ১১টায় শেরে বাংলা নগরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। সেখানেই সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এখন মূল সংকট হচ্ছে, আমরা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার চাই। এই বিষয়টা রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া দরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে এর একটা সুষ্ঠু সমাধান দরকার। অথচ সরকার সব সময় তা উপেক্ষা করেছে।

বিএনপির এই নেতা বলেন, আজকে যদি বিএনপি নির্বাচন করে, বিরোধী দল নির্বাচন করে তাহলে তাদের (সরকার) ভরাডুবি হবে। সে কারণে আজকে তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য একতরফা একটা নির্বাচন কমিশন গঠন করেছে। সেই নির্বাচন কমিশনকে দিয়ে তারা একটা নির্বাচন করতে চাইছে যা কখনোই দেশের জনগণের কাছে গ্রহণ যোগ্য হবে না।

বর্তমান সরকারকে হটাতে আন্দোলন করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

২৫টি আসনে সীমানা নির্ধারণের প্রসঙ্গ মির্জা ফখরুল বলেন, ‘আমরা বরাবরই বলে এসেছি যে, সীমানা নির্ধারণীর ক্ষেত্রে সরকার যা নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন তাই করছে।’

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন বিএনপিকে র‌্যালি করতে পুলিশ অনুমতি না দেওয়ায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(দ্য রিপোর্ট,টিআইএম/২মে,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর