thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বন্ধুর ছুরিকাঘাতে রাজধানীতে কিশোর খুন

২০১৮ মে ০২ ২৩:৩৯:৫৩

দ্য রিপোর্ট প্রতিবেদক: বন্ধুর ছুরিকাঘাতে ১৬ বছর বয়সী এক কিশোর খুন হয়েছে রাজধানীর কুড়িলে। আশরাফুল আলম জিহাদ নামে ওই কিশোর বুধবার (২ মে) রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জিহাদ ভাটারা জোয়ার সাহারা বাজার এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলায়। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

নিহতের বাবা আলমগীর হোসেন জানান, জিহাদ তার বন্ধু হৃদয় ও বিপ্লবের কাছে আড়াইশ’ টাকা পেতো। কিন্তু এই টাকা না দেওয়ায় জিহাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার রাত পৌনে ৮টার দিকে হৃদয় ও বিপ্লব জিহাদকে বাসার সামনে থেকে ডেকে নিয়ে যায়। এসময় জিহাদের সঙ্গে তার আরেক বন্ধু রিয়াদও যায়। পরে তাদের কুড়িল চৌরাস্তায় নিয়ে কুপিয়ে আহত করে হৃদয় ও বিপ্লব। এসময় তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজনরা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওইখান থেকে জিহাদকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। পরে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বাচ্চু মিয়া জানান, রিয়াদ আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
(দ্য রিপোর্ট,টিআইএম/২মে,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর