thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজশাহীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

২০১৮ মে ০৩ ১০:২০:৪৩
রাজশাহীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে একটি ট্রাক তল্লাশিকালে অপর ট্রাকের চাপায় খাদেমুল ইসলাম (৩৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক কনস্টেবল আব্দুল কুদ্দুস (৪৭)।

বুধবার (২ মে) রাত ২টার দিকে উপজেলার শিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আব্দুল কুদ্দুসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা চারঘাট মডেল থানায় দায়িত্বরত ছিলেন।

নিহত খাদেমুল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার মৃত নেফাজ উদ্দিনের ছেলে। আহত কনস্টেবল বগুড়ার সোনাতলা এলাকার মৃত মোজা প্রামানিকের ছেলে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, রাত ২টার দিকে মহাসড়কে একটি ট্রাকে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। এসময় পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই পুলিশ সদস্যকে চাপা দেয় ট্রাকটি। ফলে ঘটনাস্থলেই মারা যান খাদেমুল ইসলাম। নিহত খাদেমুল ইসলামের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এছাড়া আহত আব্দুল কুদ্দুসকে রামেক হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে চাপা দেয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। এনিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর