thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ক্ষমা চাইলেন ডিআইজি মিজান

২০১৮ মে ০৩ ১৯:১৩:৫২
ক্ষমা চাইলেন ডিআইজি মিজান

দ্য রিপোর্ট প্রতিবেদক : ফোনে নারী সাংবাদিককে হুমকির ব্যাপারে ক্ষমা চাইলেন আলোচিত পুলিশের ডিআইজি মিজানুর রহমান।

বৃহস্পতিবার (৩ মে) দুদকের টানা সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ডিআইজি মিজান বলেন, ‘একজন ভদ্র মহিলার সাথে কনভারসেশন হয়েছে। তার জন্য ‘আই অ্যাম সরি’। আমি দুঃখ প্রকাশ করছি।’

এর আগে সকাল সাড়ে নয়টা থেকে দুদক কার্যালয়ে ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়ে তা বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারী তাকে জিজ্ঞাসাবাদ করেন।

ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৫ এপ্রিল তাকে তলব করা হয়।তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান করবে দুদক। এই অনুসন্ধানের অংশ হিসেবে তাকে তলব করা হয়।

ডিআইজি মিজান বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি পুলিশের উচ্চ পদে থেকে তদবির, নিয়োগ, বদলিসহ নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত। চাকরি জীবনে তিনি ক্ষমতার অপব্যবহার করে নানা উপায়ে শত কোটি টাকার মালিক হয়েছেন। এছাড়া তার নামে-বেনামে বিলাসবহুল বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও জমি রয়েছে। একাধিক ব্যাংক হিসাবে রয়েছে বিপুল অর্থ ও ফিক্সড ডিপোজিট। এমনকি দেশের বাইরে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া তার বিরুদ্ধে আরও অভিযোগগুলোর মধ্যে রয়েছে তিনি একটি বেসরকারি টেলিভিশনের জনৈক সংবাদ পাঠিকাকে হত্যার হুমকি দিয়েছেন। এছাড়া এক নারী ব্যাংক কর্মকর্তাকে জোর করে তুলে নিয়ে বিয়ে এবং নির্যাতনের করেছেন বলেও অভিযোগ আছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর