thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

চট্টগ্রামে ১৩ লাখ ইয়াবাসহ  দুই ভাই আটক

২০১৮ মে ০৪ ১২:২০:৫৭
চট্টগ্রামে ১৩ লাখ ইয়াবাসহ  দুই ভাই আটক

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের হালিশহরে এক বাসায় অভিযান চালিয়ে ১৩ লাখ ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হালিশহরের শ্যামলী আবাসিক এলাকার ওই বাসায় তারা অভিযানে যান।

আটক মো. আশরাফ (৪৮) ও তার ভাই মো. হাসান (২৪) পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়।

পুলিশ পরিদর্শক কামরুজ্জামান বলেন, ওই বাসায় তল্লাশি চালিয়ে প্রথমে ঘরের ভেতরে তিন লাখ ইয়াবা পান তারা।

পরে জিজ্ঞাসাবাদে আশরাফ ও হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির গ্যারেজে রাখা একটি প্রাইভেটকার থেকে আরও ১০ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান পরিদর্শক কামরুজ্জামান।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর