thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ভোলায় মা‌কে গলাকেটে  হত্যা

২০১৮ মে ০৪ ২১:২৬:৩১
ভোলায় মা‌কে গলাকেটে  হত্যা

ভোলা প্রতিনিধি: ভোলায় জ‌মি বি‌ক্রির জেরে বকুল বেগম (৫০) নামে এক মা‌কে ধারা‌লো ছুরি দিয়ে গলাকেটে হত্যা ক‌রে‌ছে ছে‌লে রেজাউল ক‌রিম (২৮)।

ভোলার দৌলতখান উপ‌জেলার চর খ‌লিফা ইউনিয়‌নের ৬ নম্বর ওয়ার্ডের মৃধার হাট বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। নিহত বকুল ওই এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী।

প্রত্যক্ষদশীরা জানান, ক‌য়েক‌দিন আ‌গে রেজাউল তা‌র মায়ের বসত ঘর বি‌ক্রি ক‌রে ফে‌লে। শুক্রবার সন্ধ্যায় ছে‌লে রেজাউল তার মার ঘ‌রে এ‌সে তা‌কে ঘর থে‌কে বের হ‌তে বলে। এই নি‌য়ে মা ছে‌লের ম‌ধ্যে বাক‌বিতর্ক সৃ‌ষ্টি হয়। এক পর্য‌া‌য়ে ছে‌লে উ‌ত্তে‌জিত হ‌য়ে ধাড়া‌লো ছুরি দি‌য়ে মা‌কে গলাকেটে হত্যা করে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. এনা‌য়েত হো‌সেন ব‌লেন. ছে‌লে রেজাউলকে ঘটনাস্থল থে‌কে আটক ক‌রা হয়েছে। রেজাউলের শরীর ভাল না থাকায় তা‌কে ভোলা হাসপাতালে চি‌কিৎসার জন্য পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএস/এমএসআর/ মে০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর