thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নওগাঁয় সড়ক দুর্ঘটনায়  নিহত ১

২০১৮ মে ০৪ ২২:০৬:০৪
নওগাঁয় সড়ক দুর্ঘটনায়  নিহত ১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিলয় (১৬) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার সহপাঠি দুজন। শহরের বাইপাস ব্রীজ এলাকায় শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিলয় শহরের মাস্টার পাড়া এলাকার আফতাব মোল্লার ছেলে।

আহতরা হলো-একই এলাকার রানা হোসেনের ছেলে রাকিব হোসেন (১৬) ও সদরের বরেন্দ্র অফিস এলাকার জেমসের ছেলে সাদমান (১৬)। এরা সবাই নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

নওগাঁ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জানান, শুক্রবার বিকেলে নিলয়সহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে শহরের বাইপাস ব্রীজ এলাকা থেকে শান্তাহারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি শ্যালো মেশিন চালিত ভুটভুটি মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে নিলয়ের পা হাঁটু থেকে আলাদা হয়ে যায়। অপর দুজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নিয়ে এলে নিলয়ের অবস্থার অবনতির কথা বলেন চিকিৎসকরা। পরে উন্নত চিকিৎসার জন্য নিলয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিব ও সাদমান বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর