thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

আমি গুরুতর অসুস্থ, কোর্টকে জানাবেন : খালেদা

২০১৮ মে ০৫ ২১:২৫:১৩
আমি গুরুতর অসুস্থ, কোর্টকে জানাবেন : খালেদা

দ্য রিপোর্ট প্রতিবেদক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন শুনানির বিষয়ে তার আইনজীবীদের বলেছেন, ‘আমি গুরুতর অসুস্থ। এটা কোর্টকে জানাবেন।’

শনিবার (৫ মে) বিকাল ৫টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারে খালেদার সঙ্গে দেখা করে এসে এমন নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন আইনজীবী রেজ্জাক খান।

এর আগে বিকাল ৪টার দিকে কারাগারে যান খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজ্জাক খান, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন।

রেজ্জাক খান সাংবাদিকদের বলেন, ‘জেলে স্যাঁতসেঁতে পরিবেশে থাকার কারণে দিন দিন তার (খালেদা জিয়া) স্বাস্থ্যের অবনতি ঘটছে। মেডিকেল গ্রাউন্ডে জামিন দিয়েছে হাইকোর্ট, এটা সর্বোচ্চ আদালতে উপস্থাপনের জন্য তিনি আমাদের বলেছেন।’

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বাংলাদেশের সুপ্রিম কোর্টের ইতিহাসে এবং আমার ৫০ বছরের ক্রিমিনাল প্র্যাকটিসে পাঁচ বছর সাজার পর হাইকোর্ট বিভাগ যখন জামিন দেয় উচ্চ আদালত সেই জামিন কখনো স্থগিত করেননি। এখানে শুধু স্থগিতই করেননি, এখানে তারা পূর্ণাঙ্গ শুনানির জন্য দীর্ঘ সময় দিয়ে তারিখ নির্ধারণ করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘৮ মে শুনানির দিন রয়েছে। আমরা আশা করি, দেশে যদি বিচারের বিন্দুমাত্র পথ এখনো খোলা থাকে, তাহলে অবশ্যই আমাদের চেয়ারপারসনকে জামিন দেয়া হবে।’

জয়নাল আবেদীন বলেন, ‘ম্যাডাম খুবই অসুস্থ। বাম হাত তিনি নাড়াতে পারেন না, হাত শক্ত হয়ে গেছে। ঘাড়েও সমস্যা আছে।’

তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি- ম্যাডামের যে চিকিৎসা দরকার তা জেলখানায় সম্ভব নয়। জেল কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখেছে তার চিকিৎসার জন্য। কিন্তু এখন পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া কারাগারে আছেন। আগামী ৮ মে এই মামলায় তার জামিন প্রশ্নে আপিল বিভাগে শুনানির দিন ধার্য আছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর