thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘পাহাড়ে রক্তপাতে বিএনপির সম্পৃক্ততার ইঙ্গিত পাচ্ছি’

২০১৮ মে ০৫ ২১:৫১:৩১
‘পাহাড়ে রক্তপাতে বিএনপির সম্পৃক্ততার ইঙ্গিত পাচ্ছি’

চট্টগ্রাম প্রতিনিধি : পাহাড়ে বিভেদ ও রক্তপাতে বিএনপির সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৫ মে) দুপুরে চট্টগ্রামের লেডিস ক্লাবে মহানগর আওয়ামী লীগ আয়োজিত তৃণমূলের বর্ধিত সভায় তিনি একথা বলেন।

তিনি বলেছেন, বিএনপি এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। তারা আন্দোলনে ব্যর্থ, কোটা সংস্কারের মধ্যেও ঢুকে গেছে তারেক জিয়া। লন্ডন থেকে, দেখেননি টেলিফোনে সংলাপ? ওটাতে আল্লাহর রহমতে সফল হয়নি।

তিনি আরও বলেন, এখন গিয়া পাহাড়কে ধরছে। সেখানকার যে বিভেদ, রক্তপাতের মধ্যেও তারা ঢুকে পড়েছে এরকম ইঙ্গিত আমরা পাচ্ছি। এটা আমাদের সর্তক থাকতে হবে।

গত বৃহস্পতিবার রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে (৫২) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর ২৪ ঘণ্টার মধ্যেই তার শেষকৃত্য অনুষ্ঠানে খাগড়াছড়ি থেকে এসে ব্রাশফায়ারে নিহত হয়েছেন নবগঠিত গণতান্ত্রিক ইউপিডিএফ এর প্রধান তপন জ্যোতি চাকমাসহ ৫ জন।

এসব ঘটনার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন কাদের।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কঠিন চ্যালেঞ্জের মুখে আছি। তাই সামনের দিনে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে না।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনে আসা না আসা তাদের অধিকার। বিএনপি নির্বাচনে না এলেও বাংলাদেশের সংবিধানে কোনো পরিবর্তন হবে না।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর