thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী

২০১৮ মে ০৬ ১২:২৯:০৩
জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা। এবার ১০টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গতবার এ হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ।

রবিবার (৬ মে) সকাল ১০টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

পরে পরীক্ষার ফলাফলের বিষয়ে সংক্ষিপ্ত তথ্য জানান শিক্ষামন্ত্রী।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ২ হাজার ৮৪৫ জন।

গেলো বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। ফলে গতবারের চেয়ে এ সংখ্যা বেড়েছে ৫ হাজার ৮৬৮ জন ।

এবারের এসএসসি পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন এবং ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর