thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মাদ্রাসা বোর্ডে পাসের হার কমেছে ৫.৩১ শতাংশ

২০১৮ মে ০৬ ১২:৩৮:৫৫
মাদ্রাসা বোর্ডে পাসের হার কমেছে ৫.৩১ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি বছরের দাখিল পরীক্ষায় এবার মাদ্রাসা বোর্ডে পাসের হার কমেছে। এবার মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ, যা গত বছর পাসের হার ছিল ৭৬ দশমিক ২০ শতাংশ। সে হিসেবে মাদ্রাসা বোর্ডে পাসের হার কমেছে ৫ দশমিক ৩১ শতাংশ।

রবিবার (৬ মে) সকাল ১০টার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী সে ফলাফল অনলাইনে প্রকাশ করেন, যা বেলা ২টার পর পাওয়া যাবে।

এ বছর সারাদেশে ৩ হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ২৪ হাজার ৪২৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ২ লাখ ৮৬ হাজার ২০৬ জন এবং কারিগরিতে ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এবার গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী।

সাধারণ আট শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ। মোট পাস করেছে ১২ লাখ ৮৯ হাজার। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২ হাজার ৮৪৫ জন।

আর কারিগরি বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৯৬ জন। মোট পাস করেছে ৮২ হাজার ৯১৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪১৩ জন।

গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর