thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

ঢাকায় শুরু হচ্ছে আর্চারি উৎসব

২০১৮ মে ০৬ ১৫:৪৭:৩২
ঢাকায় শুরু হচ্ছে আর্চারি উৎসব

দ্য রিপোর্ট ডেস্ক: মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিশ্বের ১৮টি ইসলামিক দেশ নিয়ে আর্চারির মিলনমেলা। সব মিলিয়ে ১০টি স্বর্ণের লড়াই। টুর্নামেন্টের আগেরবারের চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ।

২০১৭ সালের জানুয়ারিতে বাংলাদেশ ছয়টি সোনা জিতেছিল। এবারও কমপক্ষে ছয়টি সোনা জয়ের লক্ষ্য স্বাগতিকদের।

আয়োজকরা জানিয়েছেন, ১৮ দেশের ৭৪ জন আর্চার এবার অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে আছেন ১৬ জন। তারা ১০টি ইভেন্টে লড়াই করবেন।

এই চ্যাম্পিয়নশিপের ফলাফল আন্তর্জাতিক র‌্যাং ঙ্কিংয়ে যোগ হবে। তাই লড়াইয়ের মাত্রটাও অন্য রকম থাকবে।

টুর্নামেন্টর উদ্বোধনী শনিবার বিকেল তিনটায়। কোর্টের লড়াই শুরু হবে রবিবার থেকে।

২০১৭ সাল থেকেই শুরু হয়েছিল ইসলামিক দেশগুলোকে নিয়ে আলাদা করে আর্চারি আয়োজন। বাংলাদেশের আগ্রহের কথা বিবেচনা করে দ্বিতীয় আইএসএসএফ আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপের ভেন্যুও ঢাকাকে নির্বাচিত করা হয়েছে।

আইএসএসএফ সেক্রেটারি মোহাম্মদ আল গার্মাসও সেকথা বলেছেন, ‘বাংলাদেশের এত উৎসাহ দেখে আমরা খুব খুশি। খেলাটি নিয়ে তাদের উৎসাহ দেখেই তাদের সুযোগ দিয়েছি। এ টুর্নামেন্টে অন্যান্য দেশের আগ্রহও বাড়ছে। ৫৬টি সদস্য দেশের মধ্যে ১৮টি এখানে খেলছে। সংখ্যা হয়তো খুব বেশি নয়। তবে ধীরে ধীরে সংখ্যাটা বাড়বে আশা করছি।’

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর