thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘সুযোগ সুবিধা থাকলে বাণিজ্য বাড়বে'

২০১৮ মে ০৬ ১৭:২২:৫৭
‘সুযোগ সুবিধা থাকলে বাণিজ্য বাড়বে'

দ্য রিপোর্ট প্রতিবেদক: কানাডা আমাদের খুব বিশ্বস্থ্য বন্ধু। এ বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক ভবিষ্যৎ আরো গভীর হবে।

আমি আশা করি কানাডা থেকে আমরা ব্যবসা বাণিজ্যে যে সুযোগ সুবিধা পাচ্চি যদি তা অব্যাহত থাকে তাহলে ভবিষ্যৎ তিন বিলিয়ন ডলারের মত বাণিজ্য হবে।

রবিবার শোকেস কানাডা ২০১৮ এর আয়োজনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) ট্রেড এন্ড ইডিকেশন ফেয়ারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, আমরা একশো ইকনোমিক জোন প্রকল্প হাতে নিয়েছি। আর এই প্রকল্পে কানাডা সব থেকে বেশি বিনিয়োগ করবে। আমাদের অনেক ছাত্র প্রতি বছর উচ্চ শিক্ষার জন্য কানাডাতে যাচ্ছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, তারা সেখান থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আবার দেশে ফিরে আসছেন। তারা দেশে এসে অনেক বড় সাফল্য অর্জন করছেন।

অনুষ্ঠানে কানাডিয়ান হাইকমিশনারসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিনিধি এবং অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর