thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বিমানের গাড়িচালক ৬০টি সোনার বারসহ আটক

২০১৮ মে ০৬ ২০:৪২:২০
বিমানের গাড়িচালক ৬০টি সোনার বারসহ আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের এক গাড়ি চালককে ৬০টি সোনার বারসহ আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

আটক মো. বিল্লাল হোসেন রাষ্ট্রায়াত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন গাড়িচালক বলে ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান।

তিনি বলেন, রবিবার বেলা আড়াইটার দিকে আট নম্বর গেইট দিয়ে বিল্লাল একটি মাইক্রোবাস নিয়ে বের হওয়ার সময় ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা গাড়িটি আটকায়।

তল্লাশি চালিয়ে তারা ওই গাড়িতে চালকের পাশের আসনের সঙ্গে টেপ দিয়ে মোড়ানো ৬০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন প্রায় সাত কেজি বলে জানান অথেলো।

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল বলেছে, আমজাদ নামে একজন ট্রলিম্যান তাকে ওই টেপ মোড়ানো প্যাকেটটি দিয়েছে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর আমজাদের তা নেওয়ার কথা ছিল।’

কাস্টমস কর্মকর্তারা আমজাদকে ধরার চেষ্টা করলেও তিনি পালিয়ে যান বলে জানান ডেপুটি কমিশনার অথেলো।

আটক বিল্লাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এমএসআর/ মে ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর