thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলিবিদ্ধ

২০১৮ মে ০৬ ২২:২০:২৩
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলিবিদ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তাকে ডান কাঁধে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির নরওয়াল কাঞ্জরুর প্রদেশে এক মিটিংয়ে রবিবার তার ওপর গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে পিস্তলসহ এক হামলাকারীকে আটক করা হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন জানায়, আক্রান্ত হবার পরপরই আহসান ইকবালকে বিভাগীয় কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এয়ারএ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

তাকে স্থানান্তরের প্রয়োজন হলে দ্রুত লাহোরে নেয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আটক পিস্তলধারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বিভাগীয় পুলিশ কর্মকর্তা ইমরান কিশোয়ারের উদ্ধৃতি নিয়ে খবরে বলা হয়েছে, হামলাকারী যুবকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। সে ৩০-বোর পিস্তল দিয়ে ১৮ মিটার দূর থেকে গুলি চালায়।

এ ঘটনায় পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর