thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

ফরিদপুরে একই বাসায় শিক্ষিকা-ব্যাংকারের লাশ

২০১৮ মে ০৭ ০৯:১০:১৩
ফরিদপুরে একই বাসায় শিক্ষিকা-ব্যাংকারের লাশ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে একই বাসা থেকে এক কলেজ শিক্ষিকা এবং এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার দুইতলা ভবনের নিচতলায় ফারুক হাসানের ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

নিহত কলেজ শিক্ষকের নাম সাজিয়া বেগম (৩৬) এবং সোনালী ব্যাংক কর্মকর্তার নাম ফারুক হাসান।

সাজিয়া বেগম সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি দুই ছেলে নিয়ে এই বাসার একটি ফ্লাটে থাকতেন। তার স্বামী ঢাকায় ব্যবসা করেন। তাদের বাড়ি রাজধানীর সুত্রাপুর থানার বানিয়া নগর।

আর ব্যাংক কর্মকর্তার নাম ফারুক হাসান (৩৮)। তার বাড়িও রাজধানীর আগারগাঁও এলাকায়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম জানান, রাতে শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকায় ফারুক হাসানের ঘর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এরা দুজন একই ফ্লোরের দুই ইউনিটের পাশাপাশি ফ্ল্যাটে থাকতেন। বিকেল থেকে সহকারী অধ্যাপক সাজিয়া বেগমের পরিবার তাকে খুঁজে পাচ্ছিলো না। রাতে ফ্লাটের মালিক মাহমুদ হাসান ডেবিট দরজা খুলে দেখতে পান ব্যাংকার ফারুক হাসানের মরদেহ ঝুলছে। তা দেখে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় ব্যাংকারের ও একই ঘরের মেঝে থেকে নারী সহকারী অধ্যাপকের লাশ উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার আরো বলেন, নিহত দুজনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

তবে কী কারণে এমন চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটলো তা পুলিশ জানাতে পারেনি।

এদিকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর