thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নাইজেরিয়ায় ডাকাত-স্থানীয়দের সংঘর্ষ, নিহত ৪৫

২০১৮ মে ০৭ ১০:১৫:২৮
নাইজেরিয়ায় ডাকাত-স্থানীয়দের সংঘর্ষ, নিহত ৪৫

দ্য রিপোর্ট ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামে ডাকাত ও স্থানীয় সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে অন্তত ৪৫ জন নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় কাদুনা রাজ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।খবর- আল জাজিরার।

রাজ্যের পুলিশ প্রধান অস্টিন আইওয়ার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ডাকাতদল ওই গ্রামে আক্রমণ করলে স্থানীয় সশস্ত্র যোদ্ধারা তাদের প্রতিহত করতে এগিয়ে আসে।

স্থানীয় যোদ্ধাদের খুবই শক্তিশালী বলে মন্তব্য করলেও তারা কোন গ্রুপের সদস্য তা বলেননি তিনি।

সংঘষের সময় পালিয়ে বাঁচার চেষ্টা স্থানীয়দেরআফ্রিকার দেশ নাইজেরিয়ায় ইসলামী সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের শক্ত অবস্থান রয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ের গোষ্ঠীগুলোর কাছেও অস্ত্র থাকার খবর পাওয়া যায়। শনিবারের সংঘর্ষের ঘটনা ঘটেছে কাদুরা রাজ্যের বিরিন গৌরি এলাকায়। ওই এলাকার মানুষের প্রধান পেশা পশু পালন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার বিকেলের দিকে ডাকাতেরা বিরিন গৌরি এলাকার গৌসাকা গ্রামে প্রবেশ করে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তখন তাদের প্রতিহত করতে এগিয়ে আসে স্থানীয় সশস্ত্র যোদ্ধারা।

গ্রামবাসীদের অভিযোগ আক্রমণকারী ডাকাতেরা পাশের জামফারা রাজ্যের বাসিন্দা। আগে তাদের পেশা ছিল পশু চুরি। গত বৃহস্পতিবারও জামফারা রাজ্যের পশু চোর ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত হয়। উত্তর পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যে আরে সংঘর্ষে আরও ১২ জন নিহত হয়।

পুলিশ প্রধান অস্টিন আইওয়ার জানিয়েছেন, শনিবারের সংঘর্ষের পর ওই এলাকায় দুই শতাধিক পুলিশ সদস্য ও দশটি টহল যান মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, নিহতদের মধ্যে ৩৩ জনকে রবিবার সমাহিত করা হয়েছে। আর বাকিদের পরের দিন সমাহিত করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর