thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে স্কুলছাত্র নিহত

২০১৮ মে ০৭ ১০:২৩:১১
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে স্কুলছাত্র নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে শামিম আহমেদ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রবিবার (৬ মে) রাত ১১টার দিকে চর ঝাউলা হাঁটি এলাকায় এ ঘটনা ঘটে।

শামিম শরীয়তপুরের নড়িয়া উপজেলার কৃষক রিপন মিয়ার একমাত্র ছেলে। সে তার মা ও মামার সঙ্গে কামরাঙ্গীরচর চৌরাস্তা হাজির ঘাট এলাকায় ভাড়া বাসায় থাকতো।

শামিমের মামা আকবর হোসেন বিপ্লব জানান, শামিম স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। ঝাউলা হাঁটির আয়েশা মেম্বারের বাড়ির পাশে একটি নির্মাণাধীন বাড়িতে ওই বাড়ির মালিকের ছেলে আসিফকে খুঁজতে গিয়েছিল শামিম। পরে পরিবারের লোকজন জানতে পারে, সেই নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির ফাঁকা জায়গা দিয়ে শামিম নীচে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর