thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

রমজান মাসে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

২০১৮ মে ০৭ ১৭:৫৪:০৭
রমজান মাসে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

দ্য রিপোর্ট প্রতিবেদক: পবিত্র রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, রমজান মাসে মানুষের চলাচলের সুবিধার্থে অফিস সময় দেড় ঘণ্টা কমানো হয়েছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

মোহাম্মদ শফিউল আলম আরো বলেন, রমজানে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। মাঝে ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ পর্যন্ত বিরতি থাকবে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ মে রোজা শুরু হতে পারে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর