thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

কোটা নিয়ে অগ্রগতি নেই: মন্ত্রিপরিষদ সচিব

২০১৮ মে ০৭ ১৮:০৩:১৩
কোটা নিয়ে অগ্রগতি নেই: মন্ত্রিপরিষদ সচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক: মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, সরকারি চাকরিতে কোটা নিয়ে কোনো অগ্রগতি নেই। সোমবার দুপুরে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়ে কোনো দিক-নির্দেশনাও নেই। তবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি এবং অগ্রগতিও নেই।

কোটা বাতিলের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। তখন এ বিষয়ে কমিটি বসবে।

শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে কি না-এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, অনেক দিন বন্ধ ছিল। প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন। কাজেই এ বিষয়ে খুব বেশি এগোয়নি। কবে নাগাদ হতে পারে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কমিটি গঠন হয়নি। কমিটি বসবে তারপর সিদ্ধান্ত।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর