thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

জাম্বিয়ায় ছাত্রীদের 'অর্ধনগ্ন' পোশাক পরিহারের নির্দেশ

২০১৮ মে ০৮ ০৯:২৩:৪৪
জাম্বিয়ায় ছাত্রীদের 'অর্ধনগ্ন' পোশাক পরিহারের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক : ছাত্রীদের 'অর্ধনগ্ন' পোষাক পরিধান থেকে বিরত থাকার আহবান জানিয়েছে জাম্বিয়ার একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়। ছাত্রীদের 'অর্ধনগ্ন' পোষাক পুরুষদেরকে বিভ্রান্তি ও বিব্রত করে বলে জানায় কর্তৃপক্ষ। খবর- বিবিসির।

দেশটির রাজধানী লুসাকাতে অবস্থিত ইউনিভার্সিটি অব জাম্বিয়া কর্তৃপক্ষ এক নোটিশে জানায় যে, লাইব্রেরিতে আসার সময় ছাত্রীরা যাতে পরিশালীন পোষাক পরে আসে।

নোটিশে জানানো হয়, আমরা কিছু নারী শিক্ষার্থীকে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি যে তারা লাইব্রেরিতে আসলে তাদের অর্ধনগ্ন পোষাক পুরুষ শিক্ষার্থীদের সমস্যাগ্রস্ত করে।

তবে এ নোটিশের সমালোচনা করেছে কিছু ছাত্রী। তারা জানায়, কেউ যদি লাইব্রেরিতে পড়াশোনা করতে যায় তারা কেন নারীদের পায়ের দিকে তাকাবে। বইয়ের দিকেই তাদের মনোযোগ থাকার কথা।

উল্লেখ্য, আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশটি সাংস্কৃতিকভাবে রক্ষণশীল। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পোষাক পরিধানের ব্যাপারে অনেকটা আধুনিক ও ফ্যাশন অনুসারী বলে জানিয়েছে বিবিসি প্রতিনিধি।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর