thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা : প্রতিবেদন ৭ জুন

২০১৮ মে ০৮ ১৩:১৪:১০
র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা : প্রতিবেদন ৭ জুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টায় নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৮ মে) ঢাকা মহানগর হাকিম আমিনুল হক নতুন এ দিন ধার্য করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ মার্চ রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গায় মোটরসাইকেলে এক যুবক বিস্ফোরক নিয়ে র‌্যাব-৩ এর চেকপোস্টে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যদের গুলিতে তিনি নিহত হন।

ওই ঘটনায় খিলগাঁও থানায় র‌্যাব-৩ এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদি হয়ে ‘অজ্ঞাতনামা’ আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর