thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

গাজীপুর সিটি নির্বাচন স্থগিতের বিরুদ্ধে জাহাঙ্গীরের আবেদন

২০১৮ মে ০৮ ১৪:০১:১৩
গাজীপুর সিটি নির্বাচন স্থগিতের বিরুদ্ধে জাহাঙ্গীরের আবেদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাজীপুর সিটি নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (৮ মে) চেম্বার আদালতে এ আবেদন করা হয়।

এ বিষয়ে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের আইনজীবী শফিকুল ইসলাম বাবুল জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে। চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের উপর শুনানি হতে পারে।

এর আগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

সোমবার (৭ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, যেকোন প্রক্রিয়ায় নির্বাচনটা যেন হয়। গাজীপুর সিটি উন্নয়নের স্বার্থে আমরা নির্বাচন চাই। আমরা গণতন্ত্র চর্চা করতে চাই। গাজীপুর সিটির নির্বাচনের স্বার্থে আমি সবার কাছে সহযোগিতা চাই। এজন্য আমি হাইকোর্টেও এসেছি।

রবিবার (৬ মে) গাসিক নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট।

সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে গাজীপুর সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করা বেআইনি হবে না- তা চার সপ্তাহের মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট।

আদালতে রিট আবেদনটি করেন সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৮, ২০১৮)

রমজানে পণ্যের দাম বাড়বে না: মেয়র সাঈদ খোকন

ঢাকা: রমজানে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও সুজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার (৮ মে) দুপুরে নগর ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মেয়র সাঈদ খোকন, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। খুচরা বাজারে কেউ অপতৎপরতা চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে না।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর