thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

‘রমজানে জিনিসপত্রের দাম বাড়লে ব্যবস্থা’

২০১৮ মে ০৮ ১৪:১৪:৪২
‘রমজানে জিনিসপত্রের দাম বাড়লে ব্যবস্থা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছেন, আসন্ন রমজানে সোয়াবিন তেলসহ অন্যান্য জিনিসপত্রের দর স্বাভাবিক থাকবে। খুচরা বাজারে কেউ দাম বাড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৮ মে) নগর ভবনে আসন্ন রমজানে ভোজ্যতেলের মূল্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, চিনি, ছোলা, ডাল, আটা, ময়দা ও সুজির দাম বর্তমানে বাজারে যেমন আছে, ঠিক তেমন থাকবে। আর খুচরা বাজারে কেউ দাম বাড়ালে সাথে সাথে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, দ্রব্যের মজুদ রয়েছে। এক শ্রেণির ব্যবসায়ী রমজান মাসে দ্রব্যের মূল্য বাড়ায়। এসব করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সভায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, পণ্য মজুদ আছে। কোনো প্রকার পণ্যের দাম বাড়বে না। আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি।

মেয়রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এস আলম গ্রুপের ম্যানেজার সালাউদ্দিন, টিকে গ্রুপের এমডি মোস্তফা হায়দার, মেঘনা গ্রুপের এডমিন মোর্তহা হোসেন মুন্সী, স্থাপতি ইকবাল হাবিব।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর