thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

গুলশানে তরুণের লাশ উদ্ধার

২০১৮ মে ০৮ ২৩:২৫:১৮
গুলশানে তরুণের লাশ উদ্ধার

রাজধানীর গুলশানের নিকেতন থেকে একটি বিজ্ঞাপনী সংস্থার অফিস থেকে শাকিল (১৮) নামের একজন কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণ নিকেতনে ‘টিনসেল টাউন’ নামের বিজ্ঞাপনী সংস্থাটির অফিসেই থাকতেন।

মঙ্গলবার সন্ধ্যায় নিকেতনের ৩ নম্বর সড়কে ওই অফিসের মেঝেতে নিজের বিছানায় শাকিলের লাশ পাওয়া যায় বলে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন। শাকিলের গলা ও হাতে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

মোশাররফ হোসেন নামে শাকিলের এক আত্মীয় বলেন, শাকিলের মোবাইল থেকে সকালে তার বাবার কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে কয়েক দফা আলোচনায় সেই টাকার পরিমাণ এক লাখে নামে।

ওই ফোন পাওয়ার পরই শাকিলের বাবা গুলশান থানায় যান।

ওসি আবু বকর সিদ্দিক, বিজ্ঞাপনী সংস্থাটির লোকজন সকালে শাকিলের মোবাইলে ফোন করে বন্ধ পায়। পরে ওই নম্বর থেকে তার বাবার কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।

“বিষয়টি থানায় জানানোর পর কৌশল অবলম্বন করে এই মোবাইলের মাধ্যমে তার পরিবারকে দিয়ে যোগাযোগ অব্যাহত রাখা হয়। মুক্তিপণের টাকা দেওয়ার জন্য নিকেতনের এই অফিসের কাছে স্থান নির্ধারণ করে দেওয়া হয়।”

মুক্তিপণের টাকা নিতে এলে ধরার পরিকল্পনা থেকে পুলিশ সদস্যরা সকাল থেকেই ওই বিজ্ঞাপনী সংস্থার অফিসের আশপাশে অবস্থান নিয়ে থাকেন। এজন্য অন্য কর্মকর্তা-কর্মচারীদের অফিসে যেতে বারণ করা হয়।

ওসি বলেন, দুই-তিন বার টাকার জন্য সময় ও স্থান নির্ধারণ করার পরেও কেউ টাকা নিতে না আসায় না আসায় পুলিশ সন্ধ্যায় অফিসের দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে তার রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়।

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। (দ্য রিপোর্ট,টিআইএম/৮মে,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর