thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ দণ্ডপ্রাপ্ত আসামি নিহত

২০১৮ মে ০৯ ০৯:০৫:১৭
খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ দণ্ডপ্রাপ্ত আসামি নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক :রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক দণ্ডপ্রাপ্ত আসামি (৩৫) নিহত হয়েছেন।

বুধবার (৯ মে) ভোরে খিলগাঁও আমুলিয়া স্টাফ কোয়ার্টারে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ‘ভোরে ডিবি পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। তিনি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বলে শুনেছি। তার নাম এখনো জানা যায়নি। পরে ডিবি পুলিশ বিস্তারিত জানাবে।’

এদিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজাদ জানান, বুধবার ভোরে খিলগাঁও আমুলিয়া স্টাফ কোয়ার্টারে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর