thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সদরঘাটে ২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

২০১৮ মে ১০ ১০:১৮:৫৯
সদরঘাটে ২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মে) সকাল ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিআইডব্লিউটিএ ও নৌ–পুলিশের দল কাজ করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী গ্রীন লাইন লঞ্চ এবং চাঁদপুর থেকে ছেড়ে আসা নিউ সাব্বির লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাব্বিরের সামনের অংশ গ্রিন লাইনের ভেতরে ঢুকে যায়। এতে গ্রীন লাইন লঞ্চের সামনের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ দুর্ঘটনায় এক পুরুষ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রীন লাইনের লঞ্চটিতে ৩১৮ জন যাত্রী ছিলেন। গ্রীন লাইনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীরা টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে চলে গেছেন। ঘটনার তদন্ত চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর