thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ পেছাল ২৪ ঘণ্টা

২০১৮ মে ১১ ০৮:৫৪:৩৭
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ পেছাল ২৪ ঘণ্টা

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু- ১’ এর মহাকাশ যাত্রা শেষ মুহূর্তে স্থগিত করা হল। স্যাটেলাইটটির উৎক্ষেপণকারী সংস্থা স্পেসএক্স জানিয়েছে, ‘বঙ্গবন্ধু -১’ এর উৎক্ষেপণ ২৪ ঘণ্টা পিছিয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, একেবারে শেষ মিনিটে স্থগিত করা হয় স্যাটেলাইটটির উৎক্ষেপণ।

স্পেসএক্স জানায়, শুক্রবার (১১ মে) দিবাগত রাত ২টা ১৪ মিনিট থেকে ৪টা ১৪ মিনিটের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

এর আগে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা ৪৭ মিনিটের দিকে মহাকাশের দিকে যাত্রা শুরু করার কথা ছিল স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু -১’ এর। তবে একেবারে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেপ ক্যানভেরাল উৎেক্ষপণ মঞ্চ থেকে স্যাটেলাইটটি যাত্রা শুরু করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে তা পাঠানো হবে।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ফেসবুকে ৪টা ১৬ মিনিটের দিকে জানান, স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি শেষ মুহূর্তে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়। কম্পিউটার সব কিছু ঠিকঠাক না পেলে উৎক্ষেপণ স্থগিত করে দেয়। আজ মাত্র ৪২ সেকেন্ড আগে তা স্থগিত করা হয়।

সজীব ওয়াজেদ জয় জানান, স্পেসএক্স সবকিছু পরীক্ষা করবে এবং আগামীকাল একইসময়ে উৎক্ষেপণ করার চেষ্টা করবে। তিনি আরো জানান, রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক কারণ ঝুঁকি নেওয়া যায় না।

সরকার ২০১৫ সালে ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট প্রকল্প গ্রহণ করে এবং এটি নির্মাণে একই বছরের নভেম্বরে ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া কোম্পানির সঙ্গে ২৪৮ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করে। স্যাটেলাইটের জন্য মোট ব্যয় দুই হাজার ৯৬৭ কোটি টাকা, এরমধ্যে এইচএসবিসি ঋণ হিসেবে এক হাজার ৫৮৫ কোটি টাকা সরবরাহ করছে।

যদিও বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট বিদেশ থেকে ক্রয় করা হয়েছে এবং এটি উৎক্ষেপণও বিদেশ থেকেই করা হবে তবে দেশ থেকেই এই স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ করা হবে।

স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই গাজীপুরের জয়দেবপুরে এবং রাঙামাটির বেতবুনিয়ায় একটি করে নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এই উৎক্ষেপণ দেখার জন্য আগ্রহীদের আমন্ত্রণ জানিয়েছে কেনেডি স্পেস সেন্টার। সংস্থাটি বলছে, আগ্রহীরা লঞ্চ প্যাড থেকে প্রায় ৩ দশমিক ৯ মাইল দূরে অ্যাপোলো বা স্যাটার্ন ভি সেন্টার এবং প্রায় সাড়ে ৭ মাইল দূরে কেনেডি স্পেস সেন্টারের মূল ভিজিটর কমপ্লেক্স থেকে এই উৎক্ষেপণ দেখার সুযোগ পাবেন।

এদিকে রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেশের সব মানুষকেও এই উৎক্ষেপণ দেখার সুযোগ করে দিচ্ছে।

এছাড়া লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে উৎক্ষেপণের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর