thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

কেনিয়ায় ভারী বর্ষণে বাঁধ ভেঙে নিহত ৩০

২০১৮ মে ১১ ০৯:৩৩:৫০
কেনিয়ায় ভারী বর্ষণে বাঁধ ভেঙে নিহত ৩০

দ্য রিপোর্ট ডেস্ক : কেনিয়ায় একটি বাঁধ ভেঙে ৩০ জনেরও বেশি নিহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন অনেকে। এছাড়া আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর- আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সোলাইতে এই ঘটনা ঘটেছে। কেনিয়ার কতৃর্পক্ষ জানায়, ভারী বর্ষণের কারণে বাঁধ ভেঙে যায়।

আঞ্চলিক পুলিশ প্রধান জিডেওন কিবুনজাহ্ টেলিফোনে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নাকুরুর লিফট ভ্যালি নগরীর কাছে অবস্থিত সোলাইয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত ৩৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

কেনিয়া রেড ক্রস ও নাকুরো কাউন্টি দুর্যোগ ব্যবস্থাপনা দল এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, এই দুর্ঘটনায় আরো অনেক লোক নিখোঁজ রয়েছেন। তাদের আশঙ্কা নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

এদিকে কেনিয়ার কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গত এপ্রিল মাস থেকে শতাধিক মানুষ নিহত হয়েছেন। এক মাসের বন্যায় দুই লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েন। দেশটির রেড ক্রস এই বন্যাকে ‘মানবিক বিপর্যয়’ বলে অ্যাখ্যা দিয়ে ভুক্তভোগীদের সহায়তার জন্য জরুরি তহবিল গঠনের আহ্বান জানিয়েছে। বন্যায় ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর