thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

২০১৮ মে ১১ ১৭:৪০:৪৪
মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাস ও দুটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

বেড়িবাঁধের বোটানিক্যাল গার্ডেনের ৩ নম্বর গেটের কাছে শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, বোটানিক্যাল গার্ডেনের ৩ নম্বর গেটের কাছে গাজীপুর থেকে আসা কোনাবাড়ী পরিবহনের একটি বাস ও দুটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার দুই যাত্রী ও সাত-আট বছর বয়সী এক শিশু নিহত হয়। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে, আহতদের মধ্যে দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই সিরাজুল।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর