thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

তরুণ ভোটারদের আকৃষ্ট করতে হবে: কাদের

২০১৮ মে ১১ ১৮:৫৯:৩৩
তরুণ ভোটারদের আকৃষ্ট করতে হবে: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার প্রতি দেশের তরুণ ভোটারদের আকৃষ্ট করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার বিকেলে ছাত্রলীগের ২৯তম সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার কল্যাণে আজ বঙ্গবন্ধুর বাংলাদেশ মহাকাশে যাত্রা করতে যাচ্ছে। তাঁর নেতৃত্বে আমরা গর্বিত। তিনি আজ সারা বিশ্বের সেরা রাষ্ট্রনায়ক, সেরা প্রধানমন্ত্রীর তালিকায় সেরাদের একজন শেখ হাসিনা। তিনি আমাদের গর্ব, তিনিই আমাদের সম্পদ।’

‘বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়েছেন আর শেখ হাসিনা দিয়েছেন উন্নয়নশীল বাংলাদেশ। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।’

ওবায়দুল কাদের শেষে বলেন, ‘ছাত্রলীগকে এটুকুই বলব, আগামী নির্বাচনে তরুণ ভোটাররা হবে আওয়ামী লীগের হাতিয়ার। তাই এসব তরুণ ভোটারদের আকৃষ্ট করতে হবে। যাতে আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায়। ছাত্রলীগকে এ দায়িত্ব নিতে হবে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর