thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালকের মৃত্যু

২০১৮ মে ১২ ১০:৫২:৫৯
রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ বাসাবো বৌদ্ধমন্দির সংলগ্ন বিশ্বরোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালক আবদুল্লাহর (২৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ মে) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ টাঙ্গাইলের সদরের বাসিন্দা। থাকতেন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। তারা বাবার নাম হজরত মাস্টার।

জানা যায়, শুক্রবার দিনগত রাতে নিজের অটোরিকশা চালিয়ে ফিরছিলেন আবদুল্লাহ। পথে উক্তস্থানে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত হন তিনি।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম রাত ৩টার দিকে তাকে (আবদুল্লাহ) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ মে) সকালে নিউরোসার্জারি বিভাগে তার মৃত্যু হয়।

ময়না তদন্তের জন্য মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর