thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

ময়মনসিংহে গরম পানিতে ৩ জন দগ্ধ

২০১৮ মে ১২ ২২:২৭:৩৫
ময়মনসিংহে গরম পানিতে ৩ জন দগ্ধ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলায় একটি কারখানায় বয়লারের গরম পানি পড়ে এক ভারতীয়সহ তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার সদরের সাহেব কাচারী বাজার এলাকায় ‘এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ ফায়ার সাভির্সের সহকারী পরিচালক শহীদুর রহমান জানান।

এরা হলেন- ভারতীয় অভিজিৎ, সদর উপজেলার রঘবপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোস্তফা (৩৫) এবং গৌরীপুর উপজেলার বিজয়নগর গ্রামের মোসলেম উদ্দিন ব্যাপারীর ছেলে ইউনুস (৩০)।

দগ্ধদের মধ্যে অভিজিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সাভির্স কর্মকর্তা জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে শনিবার দুপুরে বয়লার পরীক্ষা নিরীক্ষা কাজ করছিলেন তারা। উত্তপ্ত অবস্থায় বয়লারের ঢাকনা খোলায় গরম পানি ছিটকে তাদের শরীরে পড়ে।

কারখানায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর