thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

প্যারিসে ছুরিকাঘাত, নিহত ২

২০১৮ মে ১৩ ০৮:২৭:০৫
প্যারিসে ছুরিকাঘাত, নিহত ২

দ্য রিপোর্ট ডেস্ক : ফ্রান্সের প্যারিসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। এ সময় পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। খবর- বিবিসির।

শনিবার (১২ মে) রাতে সেন্ট্রাল প্যারিসে অপেরা ডিস্ট্রিক-এ হামলার ঘটনাটি ঘটে। এ হামলায় আহতদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর।

হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত করতে না পারলেও হামলাকারী ইসলামিক স্টেট (আইএস) এর সদস্য হতে পারেন বলে ধারণা করছে দেশিটির পুলিশ।

ফ্রান্সের গণমাধ্যম বলছে, প্যারিসে এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা চালালে একজন নিহত এবং অন্তত কয়েকজন আহত হয়েছে। এদিকে হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে। তার পরিচয় এখনো জানা যায় নি।

প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করছিলেন মানুষজন ভয়ে রাস্তা থেকে দৌড়ে বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে আশ্রয় নিয়েছে।

এই হামলার উদ্দেশ্য কি ছিল সেটা তাৎক্ষণিক-ভাবে এখনো জানা যায় নি।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর