thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঠাকুরগাঁওয়ে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

২০১৮ মে ১৩ ১২:০৬:৫০
ঠাকুরগাঁওয়ে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্ত থেকে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (১৩ মে) ভোররাতে উপজেলার পাড়িয়া সীমান্তের ৩৮৫ পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী নয়াবাড়ি গ্রামের ইসমাইলের ছেলে আবু সাঈদ (২৩), মণ্ডুমালা নয়াবাড়ি গ্রামের তফরুলের ছেলে পারুল হোসেন (২৪) ও হরিণমারী তারাঞ্জুবাড়ি গ্রামের সিরাজুলের ছেলে শাহ আলম(৩৫)।

স্থানীয়রা জানান, ভোররাতে ভারতের সাতভিটা বিএসএফ চৌকির টহলরত জওয়ানরা ওই তিন গরু ব্যবসায়ীকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসেন বলেন, কাঁটাতারের বেড়া কাটার সময় ওই তিনজনকে বিএসএফ আটক করে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর