thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বঙ্গবন্ধু স্যাটেলাইটে কত খরচ হয়েছে-তা জানাতে হবে: মওদুদ

২০১৮ মে ১৩ ১৮:১১:২০
বঙ্গবন্ধু স্যাটেলাইটে কত খরচ হয়েছে-তা জানাতে হবে: মওদুদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: উৎক্ষেপিত বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট প্রকল্পে ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, 'সরকারকে দেশের মানুষকে জানাতে হবে যে এই প্রকল্পে আমাদের কত টাকা খরচ হয়েছে।

কিভাবে খরচ হয়েছে, কাদের মাধ্যমে খরচ হয়েছে? কাদেরকে এই চুক্তি দেওয়া হয়েছিল এবং কত টাকায় চুক্তি দেওয়া হয়েছিল।'

খালেদা জিয়া ও শফিউল বারী বাবুর মুক্তির দাবিতে রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শফিউল বারী মুক্তি পরিষদ এই সভার আয়োজন করে।

তিনি আরো বলেন, 'আমরা জানতে চাই যে, এই প্রকল্পে কত অর্থ অপচয় হয়েছে, কত অর্থের দুর্নীতি হয়েছে, এটা দেশের মানুষের জানার অধিকার আছে। প্রকল্পের অর্থ পরিপূর্ণভাবে খরচ করার জন্য যে মনিটরিং করা প্রয়োজন, যে তত্ত্বাবধায়ন করা প্রয়োজন সেটা করা হয়েছে কিনা এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে বলে আমি মনে করি।'

বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

এদিকে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোকে দেশের জন্য গৌরবের বিষয় বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সরকার মহাকাশে একটা স্যাটেলাইট পাঠিয়েছেন। এটা আমাদের সকলের জন্য একটা গৌরবের বিষয় যে বাংলাদেশের একটা স্যাটেলাইট মহাকাশে পরিভ্রমণ করবে।

এ ছাড়াও আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য খুলনা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বক্তব্য রাখেন মওদুদ আহমদ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'খুলনা সিটি করপোরেশন নির্বাচনে যদি কোনো রকমের অনিয়ম হয়, কেন্দ্র দখল করে, ভোট চুরি করে, ভোট ডাকাতি করে যদি নির্বাচন সম্পন্ন করা হয়। সেই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করব এবং সেই নির্বাচনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব।'

মওদুদ আহমদ বলেন, 'আমাদের কাছে খবর আছে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে সাদা পোশাকে এজেন্টদের পাঠানো হচ্ছে, সরকারি কিছু কিছু কর্মকর্তাদের ওই কেন্দ্র দখল করে ব্যালট বাক্সে ভুয়া ব্যালট পেপার ঢোকানোর জন্য। ব্যালট বাক্স ভর্তি করবে ভুয়া ভোট দিয়ে, কারচুপি করবে।

তিনি আরো বলেন, 'আমাদের এজেন্টদের বলছে যে, কেন্দ্র আসতে দেবে না এবং ভয়ভীতি দেখিয়ে তিন রাত তাদেরকে বাড়িতে থাকতে দেয়নি এবং দিচ্ছে না।'

নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের প্রার্থীর বিজয়ের সম্ভাবনা বেশি দাবি করেন মওদুদ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারপারসন বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর