thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ চলছে

২০১৮ মে ১৪ ১২:১৯:৩৬
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ চলছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১৪ মে) সকাল ১০টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়।

দুদিনব্যাপী সারা দেশে ৭৮ কেন্দ্রের ১৫৭টি বুথে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ শেষ হবে বিকাল ৫টায়। ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে মঙ্গলবার রাতে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে স্থাপিত ভোটকেন্দ্র ও দেওয়ানি আদালত প্রাঙ্গণে স্থাপিত ভোটকেন্দ্রসহ ১২টি উপজেলায় একসঙ্গে ভোটগ্রহণ শুরু হয়।

এ নির্বাচনে দেশের ৪৩ হাজার ৭১৩ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবার ভোট দেয়ার সময় আইনজীবীদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি দেখাতে হচ্ছে। এ ভোটের মাধ্যমে সারা দেশের আইনজীবীরা তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ২৬ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১১টি পদে সরকার সমর্থকরা জয় পেয়েছিলেন। বাকি তিন পদে জয় পান বিএনপি জোট সমর্থক প্রার্থীরা।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর