thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ৪ ‘জঙ্গি’ আটক

২০১৮ মে ১৪ ১৩:০২:০০
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ৪ ‘জঙ্গি’ আটক

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটক করেছে র‌্যাব।

রবিবার (১৩ মে) সন্ধ্যার পর থেকে সোমবার (১৪ মে) সকাল পর্যন্ত র‌্যাব-৫ এ বিশেষ অভিযান চালায়। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট ও ডায়েরি উদ্ধার করা হয়েছে। এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫ রাজশাহীর উপঅধিনায়ক মেজর আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী ও বেলপুকুর থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালানো হয় চাঁপাইনবাবগঞ্জের সদর থানা এলাকাতেও। আলাদা এসব অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট ও ডায়েরিসহ ওই চার জঙ্গিকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটকরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। তাদের র‌্যাব-৫ সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে অভিযানের বিস্তারিত জানানোর কথাও জানান ওই র‌্যাব কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর