thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

কারাগারে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

২০১৮ মে ১৪ ২১:২৫:২৩
কারাগারে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করলেন পরিবারের পাঁচ সদস্য।

সোমবার বিকেল ৪টার দিকে কারাগারে প্রবেশ করেন তার স্বজনরা। এরপর বিকেল ৫টার দিকে কারগার থেকে বের হন তারা।

সাক্ষাৎ করতে যাওয়া পরিবারের সদস্যরা হলেন- খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, তার ছেলে অভিক এস্কান্দার, নাতনি রাইদা ইসলাম, ভাগনি শাহীনা খান জামান, গাড়িচালক নুরুল ইসলাম ও মামুন নামে আরও একজন।

বিকেলে পুরনো কেন্দ্রীয় কারাগারে দেখা করার জন্য তারা নামের তালিকা পাঠান কারা কর্তৃপক্ষের কাছে। পরে তাদের ভেতরে ঢোকার অনুমতি দেয়া হয়।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর